সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে রোপা আমন খেতে ডালপুতা (পার্সিং) উৎসব ও আলোর ফাঁদ স্থাপন শীর্ষক কর্মসূচির আওতায় কৃষকদের করনীয় বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে সেপ্টেম্বর রোজ সোমবার উপজেলা কৃষি অফিস বাউফল এর উদ্যোগে বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এবং মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামে পরিবেশ বান্ধব ওই কৃষি প্রযুক্তি আলোর ফাঁদ ও ডালপুতা (পার্সিং ) উৎসব অনুষ্ঠিত হয়।
ডাল, কঞ্চি, খুটি এ গুলোতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি ক্ষতিকর পোকার মথ, বাচ্চা, ডিম খেয়ে পোকা দমন করে। আলোর ফাঁদ আলো সংবেদনশীল বা আকৃষ্ট হয় আলোর উৎসের চারপাশের ঘোরাঘুরি করে আলো ব্যবহার করে ক্ষতিকারক পোকা ও উপকারী পোকা চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা যায়।
পোকার উপস্থিতির উপর ভিত্তি করে বালাই ব্যবস্হাপনা নেয়া। দানা শস্য সহ মানুষের দেহে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমানো যায়। পরিবেশের ক্ষতি কম হয়। জীব বৈচিত্র রক্ষা পায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শওকত হোসেনের নেতৃত্বে বাউফলের ১৫টি ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসার/ডিএই কৃষক গ্রুপের সদস্যরা সহ ইউপি সদস্যরা পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কলাকৌশলে অংশগ্রহণ করেন।