সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
ঝড় ও জলোচ্ছাস (সিত্রাং) পটুয়াখালীর বাউফল উপজেলার উপকূলীয় এলাকার ৫টি ইউনিয়নের ক্ষয়ক্ষতি সরোজমিনে পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ইউএন’ও আল আমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় আ.স.ম ফিরোজ এমপি বলেন- বন্যা সিত্রাং জন্য উপজেলার উপকুলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পরের দিন তিনি উপকূলীয় ৫টি ইউনিয়নে সরোজমিনে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে পরিদর্শন করে দেখেছেন ঝড় ও জলোচ্ছাসের জন্য বাড়িঘড় তলিয়ে গেছে- ৩‘শর মতো পুকুর পানিতে ডুবে যেয়ে মাছ বের হয়ে গেছে, প্রচুর গাছপালা ঘরের উপরে পরে ধ্বংস হয়েছে।
এমনকি গ্রামের রাস্তাঘাট ও কৃষকেদের ব্যাপক ফসল নষ্ট হয়েছে। যদি ধূলিয়া থেকে কেশবপুর মমিনপুর হয়ে নুরাইনপুর খাল পর্যন্ত স্থায়ী বেরী বাধ করা হয় তা হলে ওই ইউনিয়নের জনসাধরন অনেকটা জলোচ্ছাস ও নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে।
তিনি আরো বলেছেন প্রধানমস্ত্রী শেখ হাসিনা ঘোষনা অনুযায়ী দেশের কথা চিন্তা করে দলমত সব কিছু উর্ধ্বে থেকে বাউফলে যেন কোন জমি খালি না থাকে সে ব্যাপারে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেন, মহিলা ভাইস্ চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, এমপি এপিএস আনিচুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।