সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে নিহত ওই বন কর্মকর্তার নাম আবদুস সালাম ওরফে নান্নু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার ১১ই আগস্ট সন্ধ্যা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে ও বাউফল প্রেস ক্লাবের সদস্য (বাংলাদেশ বেতারের বাউফল প্রতিনিধি) ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেনের মেজ ভাই। তিনি আমতলী উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে- আবদুস সালাম মোটরসাইকেল যোগে আমতলী থেকে কলাপাড়া বাসায় ফিরছিলেন। এ সময় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে পলাশ ফিলিং স্টেশন এলাকায় অন্ধকারে সড়কের পাশে স্থির গাছ ভর্তি একটি টমটমের সাথে ধাক্কা লাগে।
এতে আবদুস সালাম মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।
তার মৃত্যুতে বাউফল প্রেসক্লাব সহ বাউফলে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক মহল গভীরভাবে শোকাহত।
১২ই আগষ্ট ২০২২ইং বিকাল ৪ ঘটিকায় তার নিজ গ্রামের বাড়ি দাসপাড়া কাঠেরপুল এলাকায় নামাজের জানাজা সম্পন্ন করে চিরতরের জন্য তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।