সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৬ই আগষ্ট সকাল ১১টার দিকে ওই ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা মা, শিশু, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি।
আ.স.ম ফিরোজ বলেন- শেখ হাসিনার সরকার মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে। এখন থেকে এলাকার মানুষের উপজেলা সদরে যেয়ে চিকিৎসা নিতে হবে না।
বাড়ির কাছে বসেই চিকিৎসা নিতে পারবে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অন্যান্য সরকারি হাসপাতালের ন্যায় সব সুযোগ সুবিধা পাবেন রোগীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বাংলাদেশের জনগনকে নিয়ে চিন্তা করেন এবং তাদের নিয়ে স্বপ্ন দেখেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, এমপি এপিএস আনিচুর রহমান,ডাঃ আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ মফিজুর রহমান সহ স্থানীয় সুধীজন।