সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রাজধানীতে বিএনপি‘র ঢাকা বিভাগীয় সমাবেশে যেকোন বিসৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাবসহ অন্যান্য আইনসৃঙ্খলা বাহিনী। আজ ০৫/১২/২২ইং দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যা ব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।
আগামী ১০ই ডিসেম্বর বিএনপি‘র সমাবেশকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে কমান্ডার মঈন বলেন- বাংলাদেশে বর্তমানে সুষ্ঠ ও স্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। সরকারি ও বিরোধী দল তাদের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি পালন করছে। সমাবেশে নিরাপত্তা জনিত সব রকম প্রস্তুতি সম্পন্ন।
তিনি আরও বলেন- ঢাকা বাংলাদেশের রাজধানী শহর এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, বিদেশি স্থাপনা ও অ্যাম্বাসি রয়েছে। ঢাকা শহরের নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট রয়েছি।
শুধুমাত্র এই জনসমাবেশকে ঘিরেই নয়, সবসময় জন-নিরাপত্তা, বিদেশীদের কাছে দেশীয় ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট রয়েছি। যেকোনো অরাজক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। সক্রিয় ভূমিকায় আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড, হেলিকপ্টার ইউনিটও প্রস্তুত রয়েছে।
বিএনপির জন-সমাবেশ ঘিরে র্যা বের পক্ষ থেকে রুটিন পেট্রোল থাকবে, চেকপোস্ট থাকবে, সাইবার ওয়ার্ল্ডে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে। যাতে কোনো ধরনের উসকানিমূলক প্রচার-প্রচারণা চালিয়ে নাশকতার চেষ্টা না করতে পারে সেজন্য র্যাবের সদস্যরা সাদা পোশাকে মোতায়েন থাকবে।