সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে আগামী ১৭ই জুলাই অনুষ্ঠিতব্য উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ হিসেবে কিংবা দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে ‘উপজেলা ও ইউনিয়ন’ আওয়ামী লীগের ৩ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
এছাড়াও দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে অন্য প্রার্থীদের পক্ষে সভা-সমাবেশে বক্তব্য দিয়ে ভোট চাওয়া এবং প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র লঙ্গন করায় উপজেলা আওয়ামী লীগের আরো ২ নেতাকে শোকজ করা হয়েছে।
রবিবার ২রা জুলাই রাত ৮টার দিকে স্থানীয় সাংবাদিক ও স্যোসাল মিডিয়ায় প্রেরিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বহিস্কার ও শোকজ করার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
দল থেকে সাময়িকভাবে বহিস্কৃতরা হলেন, উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়নের ২নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ইমাম উদ্দিন, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন।
শোকজ বা কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিল।