শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি-
জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”
এই প্রতিপাদ্যকে ধারন করে, বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে শোভা যাত্রার মধ্যদিয়ে রংপুরের তারাগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ৯টায় তারাগঞ্জ ও/এ সরকারি মাহাবিদ্যালয় মাঠে সমবেত সকলকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী মাধ্যমে দিবব্যাপী কর্মসূচি শুরু করা হয়।
দুই পর্বে সাজানো দিনব্যাপী নববর্ষ উদযাপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়যারম্যান মো. আনিছুর রহমান লিটন, বিশেষ অতিথি- উপজেলা ভাইস্ চেয়ারম্যান গোলাম সাইয়েদুল কাওনাইন বায়েজিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় সূধীজন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ স্থানীয় জনসাধারণ। প্রথম পর্বের কর্মসূচীতে কলেজ মাঠ থেকে র্যালীটি বের হলে মহাসড়কের নতুন চৌপথি হয়ে পূরাতন চৌপথি থেকে বাজার রোড প্রদক্ষিন শেষে পূনরায় কলেজ মাঠে মিলিত হয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে লাঠি খেলা ও স্মার্ট ফোন পুরষ্কার ঘোষিত সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে তৈলাক্ত কলা গাছের উপরে উঠা প্রতিযোগীতা ও বৈশাখী ট্যাটু অঙ্কনে উৎসব মূখর ছিল কলেজ মাঠ।
পরে বেলা ৩টায় তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলমান ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলায় আগত দর্শনার্থীদের উপস্থিতিতে অসম্পূর্ণ স্মার্ট ফোন পুরষ্কার ঘোষিত সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে তৈলাক্ত কলা গাছের উপরে উঠা প্রতিযোগীতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে নান্দনিকতায় নববর্ষ উদযাপন সম্পন্ন করা হয়।