বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পাবনায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার- ১ ধুনটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা বিরামপুরে নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন চরে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা ক্যাম্প আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ধুনটে চিকাশী ৩দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন প্রশিক্ষণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে- নির্বাহি কর্মকর্তা নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা পাবনা জেলা ছাত্রশিবিরের নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান পাবনায় রিক্সা শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ বেরোবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম লক্ষ্মীপুরে জমি বিক্রি করে খরিদদারকে হয়রানি! ধুনটের নিত্তিপোতায় ৩ দিনব্যাপী বাৎসরিক পৌষ মেলা ফুলবাড়ী উপজেলার ডাক বাংলোয় যাওয়ার রাস্তার বেহাল অবস্থা ফুলবাড়ীর সজনপুকুরে বিষ দিয়ে বীজতলা পোড়ানোর অভিযোগ

বিরামপুরে নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

মো. আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের বিরামপুর থানায় নিরাপরাধ ব্যক্তি মো. মামুনুর রশিদ(৪৫) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়ন পদে গত ২৮/১১/২০২১ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ ভোটে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রার্থী হিসাবে মো. ইউনুস আলী ও আনারস প্রতীকে প্রার্থী হিসাবে নাজির হোসেন প্রতিদ্বন্দীতা করেন। নাজির হোসেনের আনারস প্রতীকের পক্ষে মো. রশিদুল ইসলাম(২৫) পিতা- মৃত. নুরুল হুদা, সাং-দক্ষিণ কাটলা, ধানহাটি, বিরামপুর, দিনাজপুর সক্রিয় কর্মী হিসাবে অংশ গ্রহণ করেন ভোট গণনা শেষে নৌকা প্রার্থী বিভিন্ন অনিয়মে ও জালিয়াতির মাধ্যমে জয়লাভ করেন। পরবর্তীতে গত ০৫/০১/২০২২ইং নৌকা প্রতীকের চেয়ারম্যান ইউনুস আলীর পক্ষে কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মামলায় দায়েরকৃত ১নং আসামী মো. শিবলি সাদিক (সাবেক সংসদ সদস্য-০৬) উপস্থিত হন বিকেল ০৩টায় সংবর্ধনা অনুষ্ঠান ও সন্ধ্যা ০৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ডিসিস্ট রশিদুল ইসলাম চেয়ারম্যান ভোটে আনারস প্রতীকের মধ্যে ও নৌকা প্রর্তীকের বিপক্ষে ভোটে অংশ গ্রহণ করিয়াছে। এই কথা শুনা মাত্র অনুষ্ঠান স্থলে থাকা কাজের জন্য পড়ে থাকা বাঁশের টুকরা ও লোহার রড দ্বারা রশিদুল ইসলামের শরীরে বেধম মারপিট করে আহত করেন। ঐ সময় অনুষ্ঠানের মাঠ থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্ঠা করলে ১নং আসামী মো. শিবলি সাদিক (সাবেক সংসদ সদস্য-০৬) নির্দেশে হত্যার জন্য আঘাত করেন। ঘটনাস্থলে মো. রশিদুল ইসলাম মৃত্যুবরণ করেন।

মামলার দায়েররকৃত ইজাহার সূত্রে জানা যায়, এই ঘটনায় বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মৃত্যু সাহের উদ্দীন সরকারের পুত্র মোঃ বিপ্লব আলম বিলু বাদী হয়ে ১নং আসামী মো. শিবলি সাদিক (সাবেক সংসদ সদস্য-০৬) সহ ১১৩জন ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিরামপুর থানায় একটি মামলা হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৮/২০৬, তারিখ- ২৫/১০/২০২৪ইং ধারা-১৪৩, ৩৪১, ৩০২, ১১৪, ৩৪ পেনাল কোড-১৮৬০।

উল্লেখ্য যে, ঐ ঘটনায় বিরামপুর উপজেলার পৌর ০১নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের মনজের আলীর পুত্র মো. মামনুর রশিদ (৪৫) কে আজ্ঞাত নামা আসামী করা হয়েছে। এই ঘটনায় মামনুর রশিদ কোনভাবে জড়িত নয়। আইন প্রয়োগকারী সংস্থা সন্দিগন্ধা আসামী উল্লেখ্য করে তাকে এই রাজনৈতিক মামলায় জড়িত করেছেন।

মামুনুর রশিদের পিতা মনজের আলী জানান, আমার পুত্র কোন ভাবে কোন রাজনীতির সাথে জড়িত হয়। প্রতিহিংসা মূল আক্রসের বসিভূত হয়ে মামলার বাদী বিপ্লব আলম বিলু এই মামলা দায়ের করেন। সঠিক তদন্ত করে তার পুত্রের মুক্তির দাবী করেছেন তার পিতা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com