রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ- বিশেষ প্রতিনিধিঃ
বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় মহান অবতার শ্রীকৃষ্ণের পঞ্চম দোল, দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় উপেন্দ্রনাথ স্মরণে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগরীর তাজহাট থানার ১৫নং ওয়ার্ডের দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সকল ভক্তবৃন্দের আয়োজনে গত রোববার অনুষ্ঠিত অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সভাপতি স্বপন মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি ও রংপুর সদর সাব-রেজিষ্ট্রার রাম জীবন কুন্ড।
বিশেষ অতিথি ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মোসলেমা বেগম মেরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকারিয়া আলম শিপলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সাংগঠনিক সম্পাদক শ্যামল বাবু। প্রধান অতিথির বক্তব্যে রসিক মেয়র মোস্তফা বলেন, বসবাস যোগ্য আধুনিক রংপুর নগরী গড়তে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই সঠিকভাবে সুনাগরিকের দায়িত্ব পালন করতে পারলে সত্যিকারের শান্তিপূর্ণ নগরী হবে আমাদের রংপুর। তাই আসুন সবাই কাঁধেকাঁধ মিলিয়ে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করি।