সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ কাজের অবদান স্বরুপ স্বীকৃতি পেলেন পার্বতীপুর উপজেলার ৪ জন জয়িতা। তারা হলেন রুকসানা বারী রুকু( সমাজ উন্নয়নে), সিরাজুম মনিরা (অর্থনৈতিক সাফল্য অর্জনকারী), আকলিমা খাতুন(চাকুরি ক্ষেত্রে) ও আইরিন আক্তার (উদ্যমী) হিসেবে।
শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলানায়তনে শিউলি হাসদা’র সঞ্চালনায় অনুষ্ঠিত রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে জয়িতাদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ, রোকেয়া খাতুন (এস ও), নারী নেত্রী সুলতানা নাসরিন প্রমূখ।