সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির (২০২২) কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মো রাকিব মিয়া ও সাধারণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস মীম নির্বাচিত হয়েছে।
শুক্রবার ২৬শে আগস্ট এ কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যন্য পদে নির্বাচিত হয়েছেন, সহঃ সভাপতিঃ রকিবুল ইসলাম খান, ডালিম মৃধা, আকরামুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তালুকদার মো আমিনুর রহমান, মাহাবুব ইসলাম আকাশ সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস আহমেদ শিপন, খন্দকার মুশফিক জামান, রিমন শেখ, রাইসা জান্নাত, সাজেক জালাল, ফাহিম আল ইসলাম কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দপ্তর সম্পাদকঃ শামীম আহমেদ রাসেল প্রচার সম্পাদক আনসারুল হক প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমেদ।
কার্যকরী সদস্য মোঃ মাসুম, খালেদুল ইসলাম শিশির, সাবিয়া তাও সিন, আসিফ মাহমুদ, সাব্বির আহমেদ নাবিল, বিষ্ণু দাস, ফাতেমা আক্তার মুক্তি, স্বপন বর্মন, সুমাইয়া জবা, শিহাবুল ইসলাম, বিদ্যুৎ চন্দ্র দাস।
এছাড়াও সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে আছেন, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক রাকিকুল ইসলাম ভুঁইয়া, ইলেকট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন সজল এবং আইসিটি সেল এর দায়িত্বে থাকা শামিম হাসান শুভ।