বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ভূগোল সমিতির চতুর্থ বার্ষিকী (২০২২-২০২৩) কার্যনির্বাহী কমিটি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।
রবিবার ৩১শে জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন-২ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গননা চলেন এবং রাত ৮টার পরে ফলাফল ঘোষণা করা হয়।
গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে সভাপতি হয়েছেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাকিরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক (জিএস) মোঃ মেহেদী হাসান (১৫২ ভোট), ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা (১৬৪ ভোট), গবেষণা, প্রকাশনাপ্রকাশনা ও উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান তুষার (১৬১ ভোট), পরিবেশ বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইসলাম (১২৮ ভোট)।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আতিউর রহমান বলেন- ভিভাগের সকল শিক্ষার্থীদের সতশপূর্ত্ব অংশগ্রহনের মধ্যে দিয়ে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ করা এবং ফলাফল প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত সহঃ সভাপতি সাকিরুল ইসলাম মুরাদ বলেন- নির্বাচনী ইশতেহার গুলো বাস্তবায়নের সর্বত্র চেষ্টা করব। ব্রুগার মাধ্যমে যতখানি সম্ভব বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভাগের শিক্ষকদের একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য নতুন কমিটি সর্বদা বদ্ধপরিকর থাকবে। আমাদের নতুন কমিটির প্রধান উদ্দেশ্য হবে শিক্ষা, গবেষণা, ক্রিড়া-সংস্কৃতি ও পরিবেশ নিয়ে গঠন মূলক কাজ করা।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন- নির্বাচনের ৮টি ইশতেহার বাস্তবায়ন করা হবে। বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আমাদের ভূগোল সমিতির কমিটি। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে শিক্ষার্থীদের সকল সমস্যা ও সুযোগ সুবিধা তুলে ধরে সমাধানের জন্য কাজ করবো এবং বিভাগকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবো।
এবিষয়ে সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন- ভূগোল সমিতির নতুন নেতৃত্বদের সহ শিক্ষকরা একসাথে শিক্ষার্থী ও বিভাগকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবো। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, ক্রিড়া-সংস্কৃতি নিয়ে গঠন মূলক কাজ করা হবে।