সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে ইমাম মুসল্লিদের মারধরের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিশ্বহরিগাছা গ্রামবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন ওই মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান। সে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বাটিকাবাড়ী গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে মান্নান শুক্রবার দুপুরে এ সংবাদ সম্মেলন পাঠ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি বিশ্বহরিগাছা খাঁন বাহাদুর সালেহা মাদ্রাসা জামে মসজিদের ইমাম এবং মাদ্রাসার সহকারী মৌলভী। মসজিদটি নির্মাণে সম্পূর্ন আর্থিক সহায়তা দান করেন খাঁন কুদরত-ই-সাকলায়েন এর তার স্ত্রী, প্রাক্তন অতিরিক্ত সচিব বেগম নাজমা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যরা। ২০২০ সালে মাদ্রাসার জমিতে মসজিদ নির্মান কাজের শুরু থেকেই ইকবাল কায়েস নয়ন এবং রায়হান জড়িত ছিল। মসজিদ নির্মাণ কালে ইকবাল কায়েসের নিকট মসজিদ নির্মাণ কাজের অর্থ জমা থাকায় সে তার চাচা রাশেদ এবং রায়হান মসজিদের বেশ কিছু টাকা আত্মসাত করে থাকেন। মূলত. সে কারণে মসজিদের নির্মাণ কাজ থেকে তাদেরকে বিরত রাখা হয়।
এতে তারা মনঃক্ষুণ্ণ ও ক্ষিপ্ত হয়ে মসজিদের বিরোধিতা করতে শুরু করে। ২০২৩ইং সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হলে মসজিদের ভিতরে ঢুকে ইমরুল কায়েস ও ইমরান কায়েস গং সুইচ বোর্ড, মিটার বোর্ড ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি সহ জানালার থাই গ্লাস ভাংচুর করে । এ বিষয়ে ০৪/০৫/২০২৩ইং থানায় হাজির হয়ে ২৪৮নং জিডি করা হয়। পরবর্তিতে আমাকে প্রাণনাশের হুমকী দিয়ে কিল-ঘুষি মেরে মসজিদের গেটের চাবি নিয়ে মসজিদ তালাবদ্ধ করে।
এ বিষয়ে ১১/০৮/২০২৪ইং তারিখে থানায় হাজির হয়ে ৩৯০নং জিডি করা হয়। অতঃপর রেজানুর ইসলাম ঠান্ডুর নেতৃত্বে ইমরান কায়েস ও ইমরুল কায়েস তাই ভাতিজারা, মসজিদের মুসল্লী রফিকুল ইসলামকে অপহরন করার বিষয়ে ১১/০৮/২০২৪ ইং তারিখে থানায় হাজির হয়ে ৩৮৯ নং জিডি করা হয়।
গত ১৪/১২/২০২৪ইং তারিখে মাগরিবের নামাজের পর রেজানুর ইসলাম ঠান্ডুর নেতৃত্বে ইমরান কায়েস, রাসেদুল ইসলাম ও তার ভাই, ভাতিজারা মসজিদে ঢুকে এলাপাতাড়ী কিলঘুষি মারে। এ সময় মসজিদের সভাপতি জনাব সাকলায়েন সাহেব ও অন্যান্য মুসল্লীগণ অবরুদ্ধ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে এবং মসজিদের গেটের ছিটকানি আটকাইয়া দিলে তারা লাঠি দিয়ে দরজা ও জানালায় আঘাত করে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে এবং আমাদের সকলের জুতা নিয়ে চলে যায়। পরে ধুনট থানার ওসিকে টেলিফোন করা হলে তিনি আমাদেরকে অবরুদ্ধ হতে উদ্ধার পূর্বক নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে থাকেন।
সর্বশেষ ০৪/০১/২০২৫ইং তারিখে রেজানুর ইসলাম ঠান্ডুর হুকুমে ইমরুল কায়েস, ইমরান কায়েস, ইকবাল কায়েস এবং আমজাদ শেখ আমাকে লাথি ও কিল ঘুষি মারে এবং টেনে হেছড়ে নিয়ে মসজিদ থেকে বের করে দেয়। মুসুল্লী আব্দুস সালামকে বেধড়ক মারধর ও অরুদ্ধ করে রাখে। এভাবে বার বার তারা ইমাম ও মুসুল্লীদেরকে মারধর এবং নামাজ পড়তে আসাতে বাধা প্রদান করছে। তাদের হেন উদ্দেশ্য মসজিদটি তালাবদ্ধ করে রাখতে চায়।আমাকে হত্যাসহ মারধরের ভয় ভীতি দেখায় বিধায় আমি মসজিদে ইমামতি করতে যেতে পারছি না।
এমতাবস্থায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনের নিকট ধুনট উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের খানবাহাদুর সালেহা জামে মসজিদে ভাংচুর ও আক্রমন করে ধর্মীয় অনুভুতিতে আঘাতকারী, ইমাম মুয়াজ্বীনকে মারধরকারী এবং মসজিদ তালা প্রদানকারী রেজানুর ইসলাম ঠান্ডুর সন্ত্রাসী ভাই ভাতিজা রাশেদ, রায়হান, ইমরুল, এনামুল, নয়ন ও রনির গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি। সেই সাথে মসজিদে মোয়াজ্জিনের আজান ও সকল মুসল্লিদের নিয়ে নির্বিঘ্নে সন্ত্রাসীদের ভয়ভীতি মুক্ত হয়ে জনস্রোত ধারা অব্যাহত রেখে সঠিকভাবে নামাজ আদায় করতে পারি সেই আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রসাশনের উর্ধতন কতৃপক্ষের নজরদারি ও হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, বিশ্বহরিগাছা খাঁন বাহাদুর সালেহা মাদ্রাসা জামে মসজিদের ইমামকে মারধরের বিষয়টি অবগত আছি। এক প্রশ্নের জবাবে বলেন বাদি পক্ষ প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করতেই পারে।