বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী রংপুর ও কুড়িগ্রাম মহাসড়কে পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনিভাবে রশিদ প্রদান করে চাঁদা উত্তোলনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শনিবার (১৮ মে) বিকেলে মহাসড়ক থেকে চাঁদা আদায় করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ শাহ আলম(৪৩) ও কদমতলী এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা(৪২)।
রংপুর জেলার কোতয়ালী থানার দক্ষিণ কামাল কাছনা বৈরাগীপাড়ার মৃত খাজা জালাল উদ্দিনের ছেলে মোঃ মাসুদ আহমেদ (৪৫), কাছনা দাসপাড়া এলাকার শ্রী জয়েন্ত সরকারের ছেলে শ্রী দিপক সরকার(৪০), কোতয়ালী থানার পার্বতীপুর এলাকার আব্দুল খালেক বাবুর ছেলে মোঃ জালাল মিয়া(৩২), তাজহাট থানার আশরতপুর মাছুয়া পাড়া এলাকার শ্রী মানিক চন্দ্র রায়ের ছেলে শ্রী পলাশ চন্দ্র রায়(৩২) ও মিঠাপুকুর থানার চুহুড় এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে মিলন মিয়া(৩২)।
কুড়িগ্রাম সদর থানার চৌধুরী পাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃ জাবেদ(৩৪), হারাগাছ থানার সারাই বিদ্যাপাড়ার আসাদুল ইসলামের ছেলে মোঃ শাহাবুল ইসলাম(২৯), কুড়িগ্রাম সদর থানার
মুক্তারপাড়ার বদিউজ্জামানের ছেলে বেলাল হোসেন ও নেচাপাড়ার আব্দুল কাদেরের ছেলে ইব্রাহিম আলী।
তথ্যটি নিশ্চিত করে র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রেন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি কঠোর হস্তে দমন করছে র্যাব-১৩। তারই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের সংস্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com