মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষখ্যাত সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস্ চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডাঃ নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ প্রেরিত বিজ্ঞপ্তিতে বলেন- মুক্তিযুদ্ধের সবচেয়ে সৎ নেতা ছিলেন দাদা ভাই।
তার প্রমাণ হিসেবে বলা যায়- অন্য সকল মুক্তিযুদ্ধ পরবর্তী-পূর্ববর্তী নেতা ও তাদের উত্তরসূরীদের অবৈধ উপায়ে বাড়ি-গাড়ি-কাড়িকাড়ি টাকা থাকলেও একমাত্র নেতা সিরাজুল আলম খান, যার ব্যক্তিগত বা তার উত্তরসূরীদের কোন অবৈধ সম্পদের পাহাড় নেই। এমন নেতাকে চিরস্মরণীয় করে রাখতে সরকারের উচিৎ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ‘দাদা ভাই স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হোক।