");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--3gpwvy .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--3gpwvy .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--3gpwvy .gt_switcher .gt_current{display:none}.gt_container--3gpwvy .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--3gpwvy .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--3gpwvy .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--3gpwvy .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--3gpwvy .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--3gpwvy .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
০৪/০৯/২০২২ খ্রিস্টাব্দে সকাল ১১.০০ ঘটিকায় গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আবিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও।
বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনাব মোঃ আশরাফ উদ্দিন বাদল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব এস. এম ইকবাল হোসেন সুমন, মেয়র, গফরগাঁও উপজেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।