রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
“বিদায়-বেলায় বিরহ ব্যথায় আঁখি ওঠে ছলছলি
যাবার বেলা যে অপরে কাদায় তারেই মানুষ বলি”
দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে পিবিআই, ময়মনসিংহ জেলার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা সৎ, নিষ্ঠাবান, মামলা তদন্তে আপোষহীন একজন পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস গত ১০/০৯/২০২২ খ্রিঃ অপরাহ্নে বদলী সূ্ত্রে পিবিআই, ময়মনসিংহ জেলার দায়িত্বভার অর্পণ করেন।
তাঁর দায়িত্ব পালনকালে পিবিআই, ময়মনসিংহ জেলায় প্রায় দুই হাজারের কাছাকাছি সংখ্যক জিআর/সিআর মামলা নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ক্লুলেস, চাঞ্চল্যকর, নৃশংস খুন, ধর্ষণ, দস্যূতা, চুরি, আগুনে পুড়িয়ে হত্যা মামলাসহ মোট ষোলটি জিআর মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে। এছাড়াও চল্লিশটির অধিক সিআর/কোর্ট পিটিশন মামলার অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
তাঁর এই অসামান্য কৃর্তিতে আজ পিবিআই, ময়মনসিংহ জেলার সুনাম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যা জনমনে পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর করেছে। পিবিআই, ময়মনসিংহ জেলার সকল সদস্যদের নিয়ে তাঁর গড়ে তোলা পরিবারের বন্ধন এতটাই দৃঢ় ছিল যে, তাঁর বিদায় আমাদের প্রতিটি সদস্যের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। অজান্তেই চোখের কোণ ভরেছে অশ্রুজলে।
যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়…….
সৃষ্টিকর্তার কাছে অন্যান্য কর্মকর্তারা বিদায়ী এসপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বলেন আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকেন।