রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধঃ
রংপুরের তারাগঞ্জে গ্রামীণ ব্যাংক কুর্শা তারাগঞ্জ শাখার আয়োজনে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় তারাগঞ্জ শাখা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নীলফামারী জোনের জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এরিয়া ম্যানেজার হারুন-অর-রশিদ, শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ সাংবাদিক, সুবিধাভোগী ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
কম্বল হাতে পেয়ে ৬০ বছরের বৃদ্ধা ভবানী রানী বলেন- ‘আমি ভিক্ষা করি, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গলিতে গলিতে মানুষের কাছ থেকে যা পাই তাই নিয়ে চাল, ডাল, কিনে কোনোমতে চলি, এই যে শীত যাচ্ছে একটা কম্বল কেউ দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতে আমার একমাত্র সম্বল।
নীলফামারী জোনের জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন- আমরা শীতে প্রতিটি শাখার সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করে আসছি, এই কম্বল বিতরণের কাজ আমাদের চলমান থাকবে।