মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুর পীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে। পীরগঞ্জ থানার এস আই লোকমান জানায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় নির্মাণাধীন বিশ্বরোডের রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর বাজারের উত্তর পার্শে একটি সাদা রংয়ের মাইক্রোবাস দাড়িয়ে থাকতে দেখে। যাহার নাম্বার (ঢাকা মেট্রো গ ১৪২৯৯০) উক্ত গাড়িটি পুলিশের সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি চালায় ।
এ সময় বিশেষ কৌশলে রাখা ৩২ কেজি গাঁজা সহ পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের আবুল কাশেমের পুত্র বাদল মিয়া(২২) সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের নয়া মিয়ার পুত্র আসাদুল মিয়া(২৩) রাজারহাট উপজেলার তালুকসারু গ্রামের জামাল উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম(৪৫) কে সাদা কষ্টেপ দিয়ে মোড়ানো চারটি কাপড়ের পোটলার মধ্যে উল্লিখিত গাঁজাগুলো দেখতে পেয়ে এ এস আই লোকমান ও সংঙ্গীয় ফোর্স সহ গাড়িতে থাকা ৩ জনকে আটক করে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৭।