রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারী জোনের আয়োজনে গঙ্গাচড়ার খলেয়া ও সদর উপজেলার হরিদেবপুর গ্রামীণ ব্যাংক শাখার সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টায় উক্ত শাখাদ্বয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নীলফামারী জোনের জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নবাগত জোনাল ম্যানেজার শম্ভুচরণ প্রামাণিক, জোনাল অডিট অফিসার মোহাঃ নজমুল হক, এরিয়া ম্যানেজার হারুনুর-রশিদ, খলেয়া গঙ্গাচাড়া শাখার শাখা ব্যবস্থাপক আব্দুর রশীদ শাহ্, হরিদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুবিধাভোগী ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
কম্বল হাতে সুবিধাভোগী বলেন- মুই অসহায় গরীব মানুষ, “প্যাটোত ভোক তাকে জোগার হয় না- গাওত কোটে পেয়া কাপড় দেও। আজ এই কম্বল খান মোক এইবার শীতত বাচাইবে”।
নীলফামারী জোনের জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন- আমরা চলমান শীতে জেলা উপজেলাসহ প্রতিটি শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি, শীতকালীন কম্বল বিতরণ সেবা চলমান থাকবে।