বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ক্রিকেট একাডেমি মাঠে খেলার উচ্ছ্বাস ছড়িয়ে রামবা ফ্রেন্ড শিপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮শে মে দুপুর সাড়ে তিনটায় রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে রংপুর মিউজিক ব্রান্ড এসোসিয়েশন রামবা’র আয়োজনে এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থা’র সহযোগিতায় রামবা কিংস বনাম রামবা লায়ন্স এই দুটি দলের খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথম ব্যাটিং করেন রামবা কিংস। রামবা কিংসের ৮৬ রানের জবাবে টানটান উত্তেজনায় ১৫ ওভারে ৮৭ রানে জয়ী হয়ে রামবা লায়ন্স বিজয়ী ট্রফি জিতে নেন। ১ উইকেট, ২৬ রানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নয়ন ইয়াদব, রামবা কিংস রানার -আপ হয়ে অতিথিদের হাত থেকে ট্রফি গ্রহণ করেন।
উক্ত ম্যাচে প্রধান অতিথি রংপুর মহানগর শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল দু‘দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বক্তব্য রাখেন- ইন্জ্ঞিনিয়ার শাহাদাত, রাম্বার উপদেষ্টা ওয়ায়েজ করুনী, শিল্পীদের মাঝেও খেলার প্রতিভার প্রশংসা করেন এবং এই খেলার উদ্যোগ অব্যাহত থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রংপুর মিউজিক ব্রান্ড এসোসিয়েশন রামবা‘র সাধারণ সম্পাদক ও রামবা কিংস’ র ক্যাপ্টেন সোহেল রানা ইমন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলার গুরুত্ব অপরিসীম। তরুণদের মাদক থেকে ফিরিয়ে আনতে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। প্রতি বছরের মতো রামবা‘র এই টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অব্যাহত রাখার প্রত্যাশায় সমাজে খেলাধুলার প্রাণের সাড়া ফেলতে চাই।