সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
রংপুরে সমবায় সমিতির অর্থ আত্মসাৎ নড়াইলে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার ছাত্রনেতা সুব্রত সাহার স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ নড়াইলে কুড়ানো শামুকে হাজারও নারী-পুরুষের কর্মসংস্থান ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ সংসদ ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই- জহিরুল ইসলাম কলিম দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের নতুন মোতাওয়াল্লী নির্বাচিত কিশোরগঞ্জে মধ্যরাতে ৬ দোকানে আগুন কোটি টাকা ক্ষয়ক্ষতি পালিমাটি’র উদ্যোগে তামদারি উৎসব পালিত জলঢাকায় জনগনের সেবায় প্যানেল চেয়ারম্যান সুবাস ঢাকার বিভিন্ন স্থানে “বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন” এর শীতবস্ত্র বিতরণ সরকারী নির্দেশনা অমান্য ও রাষ্ট্রীয় কাজে বাঁধা- মামলা দায়ের লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন পরিবেশ ও বনবিভাগ নির্বিকার! ইটভাটায় স মিল স্থাপন, পুড়ছে কাঠ নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার আজ ও আগামী কালের আবহাওয়া পূর্বাভাস কয়লা খনি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রামরায় দিঘি

রংপুর তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন করেন সাঈদী পুত্র

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরের কাউনিয়া উপজেলাধীন মীরবাগ বাস স্টান্ড সংলগ্ন তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন করেন, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম বিন সাঈদী
(চেয়ারম্যান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৪ইং এ-উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান উপদেষ্ঠা, তামীরুল মিল্লাত মডেল মাদ্রাসা এর সভাপতিত্বে মীরবাগ হাই স্কুল মাঠ (ধর্ম্মেশ্বর মহেশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়) মীরবাগ, কাউনিয়া, রংপুর মাঠে এক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শামীম বিন সাঈদী। তিনি বলেন সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠা হলো তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসা, অন্ধকারচ্ছন্ন সমাজকে আলো দেখাতে মাদ্রাসা তথাপি কোরআন শিক্ষার বিকল্প কিছু নেই। তাই প্রত্যেক মুসলমানের উচিৎ তার সন্তানদের দীনি শিক্ষা দেয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক ও তাফসীরুল কুরআন মাহফিল এর প্রধান আলোচক প্রভাষক হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান,
ইসলামী চিন্তাবিদ ও গবেষক এবং খতিব, এলজিইডি জামে মসজিদ, রাজশাহী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাও. শাহ আরিফুল ইসলাম মুজাহিদ, ধর্মীয় আলোচক, চ্যানেল নাইন টিভি ও বিজয় টিভি। ও মাওলানা মো. মিজানুর রহমান জিহাদী বিশিষ্ট ইসলামী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মো. রবিউল ইসলাম, খতিব, মীরবাগ বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, রংপুর। মাওলানা মো. নুরুল হক, মুহতামিম, জাবালে নূর ইসলামীক একাডেমিক, তালুক উপাশু, নন্দীগঞ্জ, রংপুর। মো. আব্দুস সালাম সরকার- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাউনিয়া উপজেলা। মো. আসাদুজ্জামান শিমুল- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা। এ্যাডভোকেট বাবর আলী আইনজীবী, সুপ্রিম কোর্ট, ঢাকা। মো. আতিকুল ইসলাম সোহাগ যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কাউনিয়া উপজেলা। খাজা মো. আলাউদ্দিন আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুর্শা ইউনিয়ন কাউনিয়া রংপুর, মো. ফজলুল হক,মোঃ হারুন অর রশিদ, মোঃ আবু বক্কর সিদ্দিক মিঠু, মো. গোলাম হোসেন গোলাপ, মো. আব্দুল মালেক বাবু, মো. আব্দুর রহিম, জি এমরান এমরান চৌধুরী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. রওশন আলী, ডা. মোহাম্মদ হোসেন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ, মো. আবুল হোসেন মো. আবুল কাশেম প্রধান শিক্ষক, ধর্ম্মেশ্বর মহেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মীরবাগ প্রমুখ।

মো. গোলাম রব্বানীর সঞ্চালনায়- তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান মমিন মিল্লাত বলেন, আধুনিক শিক্ষার নামে অপসংস্কৃতি সমাজে যেভাবে মাথা চাড়া দিয়েছে। তাতে দেশে হাজারো মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা জরুরী হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষার মাধ্যমেই কেবল সভ্য সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। রংপুর তথা কাউনিয়া এলাকার আগামী প্রজন্মকে বিশ্ব মানের নাগরিক তৈরি করতেই তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার পথচলা, আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই।

উল্লেখ্য যে, তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসায় চারটি শাখায় (নূরানী, নাজেরা, হিফজ ও ক্যাডেট) ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে। এছাড়াও প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হিসেবে থাকবে- ইংরেজি ও আরবী ভাষায় কথোপকথন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ, হামদ-নাত ও মাসআলা মাসায়েল ক্লাস, সুন্দর হাতের লিখা প্রশিক্ষণ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com