রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর বিভাগীয় রজত জয়ন্তী উৎসব এসএসসি ৯৭ আর এইচএসসি ৯৯ এর ২৫ বছর পূর্তি’র রেজিস্ট্রেশন চলছে।
অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করলেই থাকছে ব্যাগ, টি শার্ট, কলম, চাবির রিং এবং বউদের জন্য আকর্শনীয় গিফট রয়েছে। একই সংগে সারাদিন ভিন্ন জগৎ এর সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য টিকিটের মত বেসলেট থাকবে। খাবারের মেনু হিসাবে থাকছে, সকালে নাস্তা, দুপুরের খাবার ও বিকালে নাস্তা, কফি এবং কনসার্ট ও ম্যাগাজিন হবে।
আগামী ৩০শে ডিসেম্বর ২২ইং শুক্রবার রংপুর পাগলাপীরে অবস্থিত ভিন্নজগত পিকনিক স্পটে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
উক্ত প্রোগ্রামে উপদেষ্টা মন্ডলীতে আছেন, ডা. গোলাম শাহীদ নয়ন, কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস ডিকেন, লে. কর্ণেল আরিফুজ্জামান, লে. কর্ণেল আজমল হোসেন খান, ডা. ফয়সাল আলম অভি, ডে. সিভিল সার্জন ডা. রুহুল আমিন বুলেট, ডা. আলী ইরফান, এডি.এসপি এটিএম আরিফ হোসেন, এডি.এসপি হাফিজার রহমান, রোকসানা পারভিন পপি, ডাইরেক্টর শাহাজাহান সিরাজ, ডা. রিয়াজ তানসেন, এসএম শরিফুল ইসলাম সাগর, ডাঃ তৌহিদুল ইসলাম ডলার, ডাঃ সাজ্জাদুর রহমান, এসপি শাহিন আহমেদ, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ ইউশা আহমেদ ফিদ্যালিল্লাহ আনসারী, ডাঃ খুরশিদ আলম, লে. কর্নের সৈয়দ আরমান আরিফ, ডা: রেহান হাবিব, ডাঃ আরমান রেজা চৌধুরী, মিজানুর রহমান মিজু, ইকবাল, দুলাল মিয়া, উম্মে ফাতেমা বেবি, কুতুব আল হোসেন, মনিরুজ্জামান সুমন, সাঈমা, লে. কর্ণেল ডা.রেজওয়ান, আব্দুল কাদের, এসপি শাহীন রেজা প্রমুখ।
এছাড়াও প্রোগ্রাম পরিচালনা করার জন্য আহবায়ক কমিটি তৈরী করা হয়েছে। তারা হলেন, আহবায়ক হাফিজার রহমান রিংকু, ফাস্ট কো আহবায়ক ডাঃ মোস্তফা আলম বনি, কো-আহবায়ক সোহেল আহম্মেদ, হালিমা বেগম, রিয়াজ উদ্দিন মাসুম, আব্দুল কাদের ওয়াহিদুর রহমান বনি, কাজী মুজাহিদুর রহমান কল্লোল, ডাঃ এএসএম শফিউজ্জামান সাফি, ফারুক, রেজাউল আলম, আজম আলী, ফয়েজ আহম্মেদ, আখলাক রহমান রুবেল, মাসুমুর রহমান, ইসমাইল হোসেন প্রিন্স, আজাদ রাবু, আল-আমিন, ট্রেজারার মাসুদ রানা, সদস্য সচিব মনিরুজ্জামান ফাইটার, সদস্য শফিকুল কবির রানা, আফরোজা আজিজ কনি, রওশন আরা বিউটি, কামরুল হাসান প্রধান সাগর (পীরগন্জ রংপুর), হোসাইন কবির (কুড়িগ্রাম), মাসুম (নীলফামারী), শাহজাহান কবির (গাইবান্ধা), এ্যাড. রুকু (লালমনিরহাট), মাহমুদা আক্তার নীলা (ঠাকুরগাঁও), সুজন (পঞ্চগড়), আসাদ (দিনাজপুর) প্রমুখ।
রেজিস্ট্রেশন ও যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরঃ ০১৫১১-৯৭৯৯২৫