রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার ১৫ই নভেম্বর ২২ইং দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোনয়ন ফরম নিয়েছে জাতীয় পার্টির ভাইস্ চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম ইয়াসীর ও সদস্য সচিব আনিছুর রহমান আনিছ।
মনোনয়ন পত্র নেয়ার আগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল বাতেন এর সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় ও ইভিএম মেশিনে ভোটগ্রহনে শঙ্কা নিয়েও আলোচনা করেন নির্বাচন পরিচালনা কমিটি ও জাতীয় পার্টির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহঃ সভাপতি লোকমান হোসেন, সহঃ সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান নাজিম,সদস্য মাসুদ নবী মুন্না প্রমুখ।