মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভেজাল খাদ্য ও পানীয় তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ আব্দুল হক। কামরাঙ্গীরচর থানার আলীনগরে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম (বার), পিপিএম জানান- কামরাঙ্গীরচর থানার আলীনগর ১নং গলির ফিরোজের বাসার নিচ তলায় অবৈধভাবে ভেজাল খাদ্য ও পানীয় তৈরি হচ্ছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল হককে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে “মমতা সুপার চাটনী” ৫০ প্যাকেট (৭,৭০০ পিস), ও ‘DoRaEMoN mango drinks ৪০ প্যাকেট (৪,৮০০পিস) উদ্ধারমূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন- গ্রেফতারকৃত আব্দুল হক কামরাঙ্গীরচর থানা এলাকায় অবৈধভাবে অস্বাস্থ্যকর ভেজাল পানীয় তৈরি করে ঢাকা মহানগরসহ সমগ্র বাংলাদেশে বিক্রয় করতো। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
অভিযানে ভেজাল খাদ্য ও পানীয় উদ্ধার তথা আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার ৪ঠা মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।