বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
কুমিল্লার আমতলীতে গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুসল্লিদের উপর সাদ পন্থীদের হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ফুলবাড়ীতে স্মৃতিচারণমূলক আসর “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” জামায়াত-শিবিরকে “পুরনো শকুন” বলায় সংবাদ সম্মেলন রংপুর তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন করেন সাঈদী পুত্র ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ আটক-২ লক্ষ্মীপুরে শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালন ধুনটে নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ ব্যাংক পিএলসি শাখা উদ্বোধন সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু সম্প্রীতির দেশ গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান রংপুরে ইসলামী আন্দেলনের গণ সমাবেশ কিশোরগঞ্জে বিলুপ্ত উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবি

রাজধানীর পল্টন ও যাত্রাবাড়িতে ডিবি পুলিশের পৃথক দু‘টি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীতে পৃথক পৃথক ভাবে দুইটি অভিযান চালিয়ে প্রথম অভিযানে পল্টন মডেল থানা এলাকা থেকে ০৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপরদিকে, দ্বিতীয় অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আরও ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করতে সক্ষম হন গোয়েন্দা পুলিশের দুইটি চৌকস ইউনিট।

প্রথম অভিযানটি- রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আলী আকবর মিয়া, মোঃ রাব্বি হাসান ওরফে নিলয় ও মোঃ নাজিম উদ্দিন।

অভিযান চলাকালীন সময় তাদের হেফাজত থেকে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। গতকাল শুক্রবার ১৫ই এপ্রিল ২০২২ইং তারিখ বিকাল ৪টা ৩০ ঘটিকায় পল্টন মডেল থানার ডিআইটি এক্সটেনশন রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যম কর্মীদের জানান, ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে কয়েকজন মাদক ব্যবসায়ী পল্টন মডেল থানার ডিআইটি এক্সটেনশন রোডে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মেইন গেইটের সামনে ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালীন সময় পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর চেষ্টাকালে ৩,০০০ পিস ইয়াবাসহ আকবর, রাব্বি ও নাজিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ইয়াবা ক্রয় করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রয় করে থাকে।

এ ঘটনায় ডিএমপির পল্টন মডেল থানায় গ্রেফতারকৃত এই মাদক কারবারি আসামীদের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

দ্বিতীয় অভিযানটি, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। অভিযান চলাকালীন সময় গ্রেফতার আসামীদের হেফাজত হতে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম- মোঃ রবিউল ইসলাম। শুক্রবার ১৫ই এপ্রিল ২০২২ইং দিবাগত-রাত ৯টা ৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মনোয়ারা অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালের সামনে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

উল্লেখ্য, আজ শনিবার ১৬ই এপ্রিল ২০২২ইং তারিখ পৃথক দুটি অভিযানে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির দুটি প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com