সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর-১৪ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)এর ভাষানটেক থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ নাজমুল হক ও মোঃ মিলন ইসলাম।
ভাষানটেক থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার গণমাধ্যম কর্মীদের জানান- সোমবার ৮ই আগস্ট ২০২১ইং দিবাগত রাতে মিরপুর-১৪ এর ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সামনে চেকপোস্ট পরিচালনা কালীন ১০ কেজি গাঁজাসহ নাজমুল ও মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৫-৪০৯৬) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন- গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে। এ ঘটনায় ভাষানটেক থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য- অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ৯ই আগস্ট ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।