শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বুধবার ৩১শে মে বিকেলে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসকে আব্দুল্লাহ, নেকমরদ খাদ্য পরির্দশক সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য উপ-পরির্দশক আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল হক, সাংসদ সদস্যের প্রতিনিধি ইউপি সদস্য ও জাপা নেতা তফিজুল ইসলাম।
উল্লেখ্য যে ১৪২৫ জন কৃষক সরকারি ভাবে খাদ্যগুদামে ধান বিক্রয়ের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ২৮১ জন কৃষকের লটারির মাধ্যমে নির্ধারিত হন। ৩০ টাকা কেজি দরে এ উপজেলায় ৮৪৩টন ধান ক্রয় করা হবে।