শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43; মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ঘাসকাটতে গিয়ে নুর ইসলাম নামীয় এক ব্যক্তিকে সোমবার (১৬ জুন) আটক করেছে ধর্মগড় বিজিবির সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি’র অধীনে শাহনাবাদ সীমান্তের ৩৭২/৭ মেইন পিলারের আশপাশে বাংলাদেশ অভ্যন্তরে ২০ গজের মধ্যে ঘাস কাটতে গেলে শাহানাবাদ এলাকার সাইফুদ্দিনের পুত্র নুর ইসলাম (৪০) কে আটক করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।
পরবর্তীতে আটককৃত নুর ইসলামকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন ধর্মগড় বিওপি’র নায়েক আলমগীর হোসেন ও ল্যন্স নায়েক রিপন চাকমা। সীমান্তের আশপাশে ঘাসকাটা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যাহার জিডি নং ৭১০।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছিল। মুচলেকা নিয়ে সর্তক করে তাকে ছেড়ে দিয়েছে। এজন্য থানায় একটি জিডি করা হয়েছে।