বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়অদ্য রবিবার ৮ই মে ২০২৩ইং তারিখ রাত্রী ০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর বাহাদুরপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। র্যাবের অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ফেন্সিডিল-২৭১ বোতল, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীমকার্ড- ০২টি উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী আসামী হলো- মোঃ আরিফুল হক @ আরিফ(৩০), পিতা-মোঃ এরশাদ আলী, সাং- ইউসূফপুর বাহাদুরপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহী।
ঘটনার বিবরণে প্রকাশ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের জনৈক মোঃ আমিনুল ইসলাম এর পুকুরপাড়ে কতিপয় মাদক ব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথেই র্যাবের একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থল পুকুরপাড়ের উদ্দেশ্য রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।