শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে এবারে মরিচের ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষক ভীষণ খুশি।
কৃষক আলতাফ ২ একর ৩৩ শতাংশ জমিতে
জিরা মরিচ চাষ করে, বর্তমানে প্রতিমন মরিচ বিক্রি হচ্ছে নিম্নে পনেরশো হতে ২৬ শত টাকায়, এমন দামে মরিচ বিক্রি হওয়া কৃষক ভীষণ খুশি।
বাড়ি হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে, চাষী আলতাফ জানান তার প্রতি ৩৩ শতাংশ জমিতে খরচ ২০ হাজার টাকা, আর প্রতি সপ্তাহে ৩৩ শতাংশে(১ বিঘা)
জমিনে এভারেজে ৭ হতে ৮ মন মরিচ তোলা হচ্ছে, প্রতি সপ্তাহে তারকা বিক্রি হচ্ছে ২০ হাজার ৮০০ শত টাকা বাজার মুল্যে, শ্রমিকের মরিচ তোলা বাবদ দিতে হয়৬ টাকা প্রতি কেজি দরে।
বৈশাখ ও জৈষ্ঠ্য দুই মাস পর মরিচ গাছ মরে যায়, তার মুলধন ঘড়ে তোলা হয়ে গেছে- আবহাওয়া অনুকূলে থাকলে ৬ হতে ৭ লক্ষ টাকা পুঁজি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন কৃষক আলতাফ। এবারে এমন দাম পাওয়ায় মরিচ চাষীর মনে প্রশান্তি বিরাজ করছে।
আরও মরিচ চাষীরা হলেন সুধান, মোস্তাকিন, ভুবন, সুরেন্দ্র, সুনিল, দুলাল চন্দ্র রায়, এমন দামের ফলে আগামীতে এই এলাকায় মরিচ চাষবাদ আরো বাড়বে বলে মনেকরেন এখান কার কৃষক।
মরিচ চাষী আলতাফ উপজেলা হরিনচড়া ইউনিয়ন শালমারা বন্দরপাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রাত্তন প্রধান শিক্ষক বিরেন্দ্র নাথ রায়ের ২ একর ৩৩ শতাংশ জমিনে চুক্তিতে মরিচ চাষাবাদ করে।
ডোমার উপজেলা কৃষি অফিসার(কৃষিবিদ) আনিছুজ্জামান মরিচ ক্ষেতের রোগবালাই সম্পর্কে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেন বলে কৃষকরা জানান।