রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফুলবাড়ী উপজেলা শাহ কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ. সভাপতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্ঠা ব্যারিস্টিার একেএম কামরুজ্জামান এর সাথে ফুলবাড়ী উপজেলা গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সমসাময়কি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী উপজেলার শাহ কমিউনিটি সেন্টারে গণমাধ্যম প্রতিনিধির সাথে ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ. সভাপতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্ঠা ব্যস্টিার একেএম কামরুজ্জামান এর সাথে ফুলবাড়ী উপজেলা গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সমসাময়কি বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশে ফিরতে পারি নাই। বিদেশে থেকে দেশের নেতা কর্মীদের খোজ খবর নিতাম। আওয়ামী লীগ সরকারের সময় কালে সংবাদ পত্রের স্বাধীনতা ছিল না। এক শ্রেণির প্রিন্ট মিডিয়ার ও ইলেক্ট্রিক মিডিয়া গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রেখেছিল। শুধুমাত্র আওয়ামী লীগের সংবাদ ছাড়া বিএনপির কোন সংবাদ প্রকাশ করা হতো না। এটা গণতন্ত্রের কথা নয়। বাক স্বাধীনতা ছিল না।
এদেশের সংবাদ পত্রের। অনেক সাংবাদিক রাষ্ট্রের ক্ষতিসন করেছে। গণ তান্ত্রিক সরকার ছাড়া এখন যে ভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে রাষ্ট্রকে সুসংগঠিত করতে সময়ের দরকার। গত জুলাই-আগস্ট ২০২৪ইং সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতা দিনমজুর, রিক্সা চালক, গার্মেন্টকর্মী সহ অংখ্য ভাইয়েরা রক্ত দিয়েছে। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই বাংলার মাটিতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের বিচার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মুছে ফেলে দিতে চেয়েছিল তারা। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে জেল হাজতে ভরিয়েছিল।
এছাড়া বিএনপি’র শত শত নেতাকর্মীকে গুম খুন হত্যা করে লাশ গুম করেছিল। বিডিয়ার বিদ্রোহে ৫৭ জন অফিসার অসংখ্য জোয়ানকে হত্যা করে মসনত পাকা পোক্ত করেছিল। তাদের বিচার করতে হবে। এ সব ঘটনায় যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ. সভাপতি মো. নাজমুল হক নাজিম, সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী, উপজেলা যুব দলের আহবায়ক আবু সাইদ সরকার, সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন, যুগ্ন আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমান, মুরাদ হোসেন, এনামুল হক। মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন, সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন।