");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-qjv76a .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-qjv76a .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-qjv76a .gt_switcher .gt_current{display:none}.gt_container-qjv76a .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-qjv76a .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-qjv76a .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-qjv76a .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-qjv76a .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-qjv76a .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে কোনো জায়গা হবে না। প্রশাসন যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে। তাহলে এ দেশের জনগণই আইন-শৃঙ্খলা হাতে নিতে বাধ্য হবে। শুক্রবার (৮ নভেম্বর) ২০২৪ইং সন্ধ্যার দিকে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার রক্তে ভেজা এই দেশের মাটিতে, রক্তের দাগ এখনো মিশে নাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের যারা চেষ্টা করবে, ছাত্র-জনতাকে নিয়ে তাদের জবাব দিতে হবে।
তিনি আরো বলেন, যারা রংপুরের মাটিতে গণ অধিকার পরিষদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই।
গণ অধিকার পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
আগামী জাতীয়, স্থানীয়, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা বিজয়ী হতে পারেন। সুতরাং জনগণের কাছে যাবেন, জনগণকে নিয়ে কাজ করবেন।