রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
আরিফ শেখ- অনুসন্ধানী প্রতিবেদকঃ
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’- এই শ্লোগানকে ধারণ করে রংপুরের তারাগঞ্জে ৩৮ জন খামারীর অংশ গ্রহণে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। অতিথি, খামারী, দর্শনার্থী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
শনিবার ২৫শে ফেব্রুয়ারি সকালে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রদর্শনী মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন, ভেটেনারি সার্জন (ভিএস) আব্দুল করিম, তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহবুব মোর্শেদ, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জহুরুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন প্রমুখ।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকতা ডা. এ কে এম ফরহাদ নোমান ও খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা ডেইরি খামারী সমিতির সভাপতি এমদাদুল হক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন- স্মার্ট বাংলাদেশ গড়তে গবাদি পশু ও পোল্ট্রি খামারিদের ভূমিকা অনস্বীকার্য।
দিনব্যাপী চলা এ মেলার স্টলগুলোতে ছিল দেশী ও শঙ্কর জাতের গরু, ভেড়া, ছাগল, টার্কি, সোনালী ও দেশী মুরগি, রাজাহাস, চিনাহাস। মেলায় ছিল আধুনিক পদ্ধতিতে ম্যানুয়াল অটো ইনকিউভিটার মেশিন, গরুর কৃত্রিম প্রজনন করার তরল নাইট্রোজেন কনটেইনার, ভোটোনারী ঔষধ সহ অন্যান্য যন্ত্রপাতি।
প্রদর্শনীতে আরও ছিল সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি, মাটি বিহীন হাইড্রোফনিক ঘাস যা স্টীলের ট্রেতে গম, ভুট্টা, নেপিয়ান ঘাসের বিচির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। উঁচু জমির উন্নত জাতের পাকচং ঘাস, নিচু জমির উন্নত জাতের জার্মান ঘাস ইত্যাদি।
এছাড়াও মেলায় ছিল দুধের তৈরি হরেক রকম পণ্য। যেমন- মালপোয়া, পাটিসাপটা, দুধপুলি, পায়েস, কুলি পিঠা, ভাঁপা পিঠা, রসালো পিঠা, ঝিনুক পিঠা, ডিমের বিস্কুট পিঠা, চন্দ্রপুলি, ছানা, মিষ্টি ইত্যাদি। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।