রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সবার সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ওব্যাট এর পক্ষ থেকে ১০৩৫ জন নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুস্থদের মাঝে রমজান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ২৫শে এপ্রিল সকাল সাড়ে দশটায় রংপুর রবার্টসনগঞ্জ ওব্যাট প্রতিষ্ঠানে, ওব্যাট হেল্পার্স এর অর্থায়নে এবং আইএসডিসিএম বাস্তবায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীতে চাল ৭ কেজি, আটা ৩কেজি, তেল ১লিটার, ছোলা ১কেজি, চিনি ১কেজি, মসুর ডাল ১কেজি বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী পেয়ে উপকৃত এবং খুশি উপকারভোগীরা। তারা বলেন- দীর্ঘদিন ধরেই প্রতিবছর এই খাদ্য উপাহার পেয়ে থাকেন তারা। নিম্নআয়ের হওয়ায় পরিবারের অভাব অনটন নিয়ে শিশুদের লেখাপড়ার খরচ চালাতে পারেন না। ওব্যাট স্কুলে দিয়ে বিভিন্ন সহযোগিতার পাশাপাশি এই খাদ্য সামগ্রী পেয়ে খুবই উপকৃত হয়েছেন তারা।
দীর্ঘদিন ধরেই ওব্যাট এর এই মহৎ উদ্যোগ।ডোনারদের উপর নির্ভর করে দুস্থদের পাশে দাঁড়িয়ে আনন্দিত এবং ডোনারদের সার্বিক সহযোগিতায় আগামীতেও এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন ওব্যাট প্রজেক্ট অফিসার শাহীনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- মনিটরিং অফিসার সালাউদ্দিন, একাউন্সিস অফিসার এনামুল হক, আইটি কোঅর্ডিনেটর আরশাত ইকবাল, শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।