রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
নারী প্রগতী সংঘ এবং সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলমেন্ট (সীড) এর উদ্যোগে নারী,শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলাভিত্তিক পরিকল্পনা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫শে মে সকালে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে নারী প্রগতী সংঘ এবং সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলমেন্ট ( সীড) এর আয়োজনে এবং ইউএনওমেন এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে নারী, শান্তি ও নিরাপত্তার মূল এজেন্ড, স্থানীয় পর্যায়ে শান্তি ও নিরাপত্তা কাজে নারীর অংশগ্রহণের বাঁধা, বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণকারীদের সুযোগ, চ্যালেঞ্জ ও সুপারিশ চিহ্নিতকরণ বিষয়বস্তুর আলোকে অধিবেশন করা হয়।
উক্ত কর্মসূচিতে সীড এর নির্বাহী পরিচালক সারথী রানী সাহার বক্তব্য ও পরিচালনায় অংশগ্রহণ করেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুনিমুল হক, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, উপজেলা মহিলা ভায়েস চেয়ারম্যান রাবেয়া খাতুন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ধর্মীয় নেতা, যুব, যুবা, নারী নেত্রী, সাংবাদিক সীড’র প্রকল্প কর্মকর্তা প্রমুখ।