বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইমরান।
গতকাল বুধবার ১লা জুন ২০২২ইং বিকেল ৩টা ৫০ঘটিকায় দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যম কর্মীদের জানান- একজন মাদক কারবারি দারুস সালাম থানার গাবতলী এলাকার শুকতারা পরিবহন বাস কাউন্টারের সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজাসহ ইমরানকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দারুস সালাম থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।