রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে মামলাটি করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উক্ত আদালতের বিচারক জনাব মারুক আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। মামলার পরবর্তী দিন ৯ই আগস্ট মঙ্গলবার নির্ধারণ করেছেন। মামলায় আবু সাইদ চাঁদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়- গত ২১শে জুলাই সন্ধ্যার পর জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড়ে পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য রাখেন আবু সাঈদ চাঁদ। যার প্রতিবাদে ফুঁসে উঠে রাজশাহীর ক্ষমতাশালী দল আওয়ামী লীগ।
চারঘাট ও বাঘায় চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। এর পর সোমবার বিকেলে রাজশাহীর পবা ও মোহনপুর এবং সন্ধায় বিক্ষোভ মিছিল করে নগরেও চাঁদকে অবঞ্ছিত ঘোষণা করা হয়।