সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট উদযাপন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সোমবার সকল ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু প্রকৃতিতে পৃথকভাবে বিভিন্ন সংগঠন ও স্কুল, কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এম পি দলীয় কার্যালয় জনতা ভবনে দোয়া মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
অন্যদিকে বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল কুন্ডপট্টির পৌর আওয়ামী লীগের কার্যালয় দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করেন।
এছাড়াও কাছিপাড়া আবদুর রসিদ মিয়া ডিগ্রি কলেজ মাঠে বাউফল উপজেলা, বীর উত্তম স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম তালুকদারের সন্তান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাসিব আলম তালুকদার দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করেন।
সরেজমিনে দেখা গেছে- বাউফলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজসমূহে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।