সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে “সড়ক দূর্ঘটনা রোধে করনীয় শীর্ষক” মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৭/০৯/২২ইং স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বিকেল ৪টায় উক্ত মতবিনিয় সভায় পরিবহন চালক, শ্রমিক, পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ অংশ নেন।
এতে বক্তব্য দেন- রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, সওজ রংপুরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, হাইওয়ে বগুড়া রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার রংপুর সার্কেল জাহিদুর রহমান চৌধুরী, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি) ফারুক আলম, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার, আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক, বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ শেখ প্রমুখ।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন- সড়কে আমরা যারা গাড়ি চালাচ্ছি তাদের সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া চালক, মালিক, শ্রমিক ও যাত্রী সবাইকে চলাচলের সময় সতর্ক ও সচেতন থাকতে হবে। সড়ক দূর্ঘটনা রোধে আমাদের সকলের সমন্বিত পরিবহন ও পথচলা পারাপারে সচেতনতা একান্ত প্রয়োজন।