সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
রাকিব হোসেন- ঢাকা জেলা প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গুণীজনদের সংবর্ধনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩ঃ৩০ মিনিটে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ জাফর ইকবাল নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম খসরু, প্রধান আলোচক- যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নেতা ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ দবির উদ্দিন মন্ডল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, বিশিষ্ট কবি ও সিনিয়র সাংবাদিক মাকসুদা সুলতানা ঐক্য, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্র কমিটির সাংস্কৃতিক সম্পাদক মেঘলা সরকার, বঙ্গবন্ধু প্রতিচ্ছবি আরিফ মুন্সী, এস কে এম গোলাম মোস্তফা কামাল, মোঃ মুন্সি রায়হান, শেখ নজরুল ইসলাম মোঃ আহসান হাবিব,ডঃ জাকির হোসেন, মোঃ জহরুল ইসলাম মধু, মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।