রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
হানিফ উদ্দিন সাকিব- নোয়াখালি জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী হাতিয়া বৃহস্পতিবার ৬ই অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২২ইং উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সেলিম হোসেন, উক্ত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ, উপজেলা নির্বাহি কর্মকতা সেলিম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় উপস্থিত হাতিয়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের উদ্দেশ্য বক্তারা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন এবং নতুন যারা ভোটার হচ্ছে তাদের প্রত্যেককে সঠিক ও শুদ্ধ ভাবে ভোটার করার আহ্বান জানান।
পরে হাতিয়া পৌর মেয়র এ,.কে. এম ওবায়েদ উল্ল্যাহর নেতৃত্ব একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।