সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুরটির নাম মোঃ জাহিদ হোসেন(৪)।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব সুলতানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদ ওই গ্রামের মোঃ সুজন চৌকিদারের ছেলে।
ঘটনার দিন দুপুরে ছোট বোনের সাথে ঘরের সামনে খেলা করতেছিল। হঠাৎ দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর পাশের বাড়ির পুকুরে সন্দেহজনক খুঁজতে থাকেন।
সেখানে তাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পানি থেকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ এসে ভীড় জমাচ্ছে শিশুটিকে এক নজর দেখার জন্য।