বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
আগামী ২৭শে ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ঘুড়ি মার্কার কামরুল হাসান টিটু।
২৭নং ওয়ার্ডটি কলোনি, বনানী পাড়া, পীরপুর, খামার পাড়া, মুসলিম পাড়া, স্টেশন বাজার, বাবুপাড়া নিয়ে অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা ১৪, ২৫০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার তিন টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৮ জন।
বৃহস্পতিবার ১৫ই ডিসেম্বর ২২ইং সকাল থেকে খামার পাড়া, মুসলিম পাড়া ও স্টেশনে বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান।
এ সময় টিটু বলেন- আমি সকলের কাছে ঘুড়ি মার্কার জন্য দোয়া ও ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ঘুরছি ভোটের আশায়। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার কার্যক্রম চলবে। আমি সকলের ভোটে আগামীতে কাউন্সিলর হলে রাস্তা-ঘাট, ড্রেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্ড বিনামূল্যে প্রদান করব।
সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী ভোটার ও রবিনের শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।