রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, সীমান্তে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, এগুলো অনাকাঙ্ক্ষিত। এগুলো আমরা সম্মিলিতভাবে বন্ধ করব। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আন্তরিকতার অভাব নেই। আমরা ডিজি, রিজিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ের আলোচনায় এ বিষয় গুলো নিয়ে কথা বলি। আমরা আশা করি এ বিষয়ে আমরা সামনে আরও ভালো ফলাফল পাব।
আজ সোমবার ২রা জানুয়ারী ২০২৩ইং দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে বিজিবির সৈজন্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ এসব কথা বলেন।
বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ বন্ধের ব্যাপারে বিজিবি মহাপরিচালক বলেন- সীমান্তের দেড়শ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা বা বিএসএফ যারাই করি পারস্পরিক সমঝোতার মাধ্যমে হয়। তিনি বলেন, আখাউড়ার কাজটি শিগগিরই শুরু হবে। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। যে কারণে কাজ বন্ধ ছিল, সেটি ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে।
তিনি আরও বলেন- সরাইল রিজিয়নে এই পর্যন্ত প্রায় ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে সাড়ে ৬ হাজার দুস্থ মানুষকে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি। আমাদের এ কার্যক্রম দুস্থ মানুষের কল্যানে সবসময় অব্যাহত থাকবে।
এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ও ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের উদ্যোগে সরাইল উপজেলার ৫০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।