রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহীবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। গুরতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের জামতলা নামক স্থানে ঘটেছে। বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের মহাদীপুর গ্রামের অটোচালক মোকলেছার রহমান ও একই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের রেজাউল ইসলাম। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বড়দরগা হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান- মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে পাবনা থেকে ছেড়ে আসা রংপুরগামী মহানগর বাসটি ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা নামক স্থানে পৌঁছালে অটোরিকশা ও বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে বড়দরগা হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।