সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে এক রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ই আগস্ট-২৩ইং) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিজ্ঞাপন চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে দাবি করছেন গরু মালিক।
জানা গেছে, আকরাম আলী ভূঁইয়া বাড়ির ইমাম উদ্দিনের ৩টি ও নিজাম উদ্দিন ভূঁইয়া বাড়ির আবুল কালামের ৩টি নিয়ে যায় চোরের দল।
ক্ষতিগ্রস্থ গরুর মালিম ইমাম উদ্দিন বলেন, রাতে গোয়াল ঘরে গিয়ে গরুগুলোকে খাবার দিয়ে এসে পরিবারের সবাই মিলে ঘুমিয়ে যায়।
শুক্রবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি গরু নেই। ৩টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। বিষয়টি স্থানীয় মেম্বার এবং থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ৩টি গরুর বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা হবে।
তিনি আরও বলেন, সকালে শুনেছি ১টি পিকআপ ভ্যান নিয়ে বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল চোরের দল। একই সময় আমার পাশ্ববর্তী আবুল কালামেরও ৩টি গরু নিয়ে গেছে চোরের দল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিঠালানায় গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।