মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
২ দিনের টানা বৃস্টিপাত আর উজানের ঢলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নিম্ন আঞ্চলসমুহ প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানিয়েছে, অতিবর্ষনে চলতি আমনের ২৫০ হেক্টর জমি তলিয়ে গেছে।
বেরিয়ে গেছে প্রায় ৫শ পুকুরের ছোট ও মাজারি ধরনের পোনামাছ। ভারী বর্ষনে উপড়ে গেছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছপালা। বিনষ্ট হয়ে গেছে ক্ষেতের আগাম সবজিচাষ।
এদিকে হাবড়া ও মোস্তফাপুর ইউনিয়নের রায়চন্দ্রপুর কাশিপুর ও ডাংগাপাড়াসহ বেশক’টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এর আশপাশের রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা বেরুতে পারেনি বিদ্যালয়মুখে। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৫০টি কাঁচা ঘরবাড়ী ও রাস্তাঘাটের। জলাবদ্ধতা দেখা দেয় পৌর শহরের সড়ক সহ বেশ কয়েকটি স্থাপনায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল জানান, এ পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নে সরকারীভাবে বন্যা পিড়ীত ৩‘শ জনের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। হাবড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুুজ্জামান সরকার জানান, বর্ন্যাত্যদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।