শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটে গুরুত্ব’এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলোনায়তনে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি ফরিদা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজারুল হোক সরকার, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আরিফ শেখ, ওই সময় আরো উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা প্রমুখ।