সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
সম্প্রতি এক বিতর্কিত ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাল্পনিক ও মনগড়া একটি তালিকা তৈরি করে ফুলবাড়ীর সিনিয়র ও নবীন সংবাদ কর্মীদের সম্মানহানী করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
এরই প্রতিবাদে ফুলবাড়ী থানা প্রেসক্লাব কক্ষে থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা কৈলাস প্রসাদ গুপ্ত, সিটি প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা প্রকাশক সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ভোরের পাতা ও বাংলাদেশ টুডে প্রতিনিধি লিমন হায়দার, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সহঃ সভাপতি ইমাম রেজা, এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী প্রতিনিধি কবীর সরকার, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সহঃ সভাপতি আসাদুজ্জামান আসাদ ও আশরাফুল আলম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এস জনি, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউজ্জামান হিল্লোল, রিপোর্টার্স ইউনিটের প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম।
এই প্রতিবাদ সভার সাথে সংহতি প্রকাশ করেন ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের প্রতিনিধি আনোয়ার সাদ্দাত, মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, যায়যায়দিন প্রতিনিধি রজব আলী ও দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ। প্রতিবাদ সভাটির সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ।